Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, চন্দনাইশ, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে  আপনাকে স্বাগতম।   বাংলাদেশের  মোট জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ জন (জনশুমারি গৃহগণনা-২০২২ অনুযায়ী)। সাক্ষরতার হার ( বছর এবং তার বেশি) - ৭৪.৬৬%। মোবাইল ফোন ব্যবহারকারীর হার ( বছর বা তার বেশি) - ৫৫.৮৯%। ইন্টারনেট ব্যবহারকারীর হার ( বছর বা তার বেশি) - ৩০.৬৮%।  জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (২০২১-২২) (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - .২৫% (২০২১-২২) (P)।  জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (২০২১-২২(P)।  মাথাপিছু আয় - ,৮২৪ মার্কিন ডলার (২০২১-২২) (P)।  আমদানি ,০২৩ বিলিয়ন টাকা (২০২০-২১)।  রপ্তানি ,৭৬৪ বিলিয়ন টাকা (২০২০-২১)।  মূল্যস্ফীতি .৭১% (ডিসেম্বর ২০২২)।   রেমিটেন্স ১৬৮.০১ বিলিয়ন টাকা (ডিসেম্বর ২০২২) ।  বৈদেশিক মুদ্রার রিজার্ভ - ৩৩,৭৪৭. মিলিয়ন মার্কিন ডলার (ডিসেম্বর ২০২২) ।



এক নজরে

    

 

    বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূঢ়প্রসারী চিন্তাধারার ফলশ্রুতিতে ও তাঁর দিক নির্দেশনায় ১৯৭৪ সালের আগস্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন থাকা ৪ টি পৃথক পরিসংখ্যান অফিস (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের  অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন ) – কে একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ( বিবিএস )।

তিনি পরিসংখ্যান ব্যুরো তথা জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালীকরণের জন্য ১৯৭৫ সালের জুলাই মাসে পরিসংখ্যান বিভাগ গঠন করেন। কিন্তু, ২০০১ সালে তৎকালীন সরকার পরিসংখ্যান বিভাগ বিলুপ্ত করে বিবিএসকে পরিকল্পনা বিভাগের একটি অনুবিভাগে ন্যস্ত করেন। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে ২০১০ সালে পুনরায় পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে এটিকে শক্তিশালীকরণের নিমিত্ত ২০১২ সালে নতুন কলেবরে পুনরায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সৃজন করেন।