১) ০৯-২০ জুন ২০১৯ খ্রি. : সারাদেশের ন্যায় চন্দনাইশ উপজেলাতেও 'কৃষি শুমারি ২০১৯' অনুষ্ঠিত। চন্দনাইশ উপজেলাকে ৩টি জোনে ভাগ করে ৩ জন জোনাল অফিসার, ৩২ জন সুপারভাইজার ও ২০১ জন গণনাকারীর সমন্বয়ে এ শুমারি সম্পন্ন হয়।
২) ২৫ ফেব্রয়ারি – ০৫ ই মার্চ, ২০২০ খ্রি: সারাদেশের ন্যায় চন্দনাইশ উপজেলাতেও জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ১ম জোনাল অপারেশন এর কাজ সম্পূর্ণ হয়। জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর জন্য চন্দনাইশ উপজেলাকে ০৫টি জোনে ভাগ করা হয়। জিওকোড হালনাগাদ, ম্যাপিং, তালিকা এলাকা প্রণয়ন, স্কেচ ম্যাপ তৈরি ও খানা তালিকা প্রণয়নের জন্য তালিকাকারী ও সুপারভাইজার নিয়োগ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস