Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, চন্দনাইশ, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে  আপনাকে স্বাগতম।   বাংলাদেশের  মোট জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ জন (জনশুমারি গৃহগণনা-২০২২ অনুযায়ী)। সাক্ষরতার হার ( বছর এবং তার বেশি) - ৭৪.৬৬%। মোবাইল ফোন ব্যবহারকারীর হার ( বছর বা তার বেশি) - ৫৫.৮৯%। ইন্টারনেট ব্যবহারকারীর হার ( বছর বা তার বেশি) - ৩০.৬৮%।  জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (২০২১-২২) (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - .২৫% (২০২১-২২) (P)।  জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (২০২১-২২(P)।  মাথাপিছু আয় - ,৮২৪ মার্কিন ডলার (২০২১-২২) (P)।  আমদানি ,০২৩ বিলিয়ন টাকা (২০২০-২১)।  রপ্তানি ,৭৬৪ বিলিয়ন টাকা (২০২০-২১)।  মূল্যস্ফীতি .৭১% (ডিসেম্বর ২০২২)।   রেমিটেন্স ১৬৮.০১ বিলিয়ন টাকা (ডিসেম্বর ২০২২) ।  বৈদেশিক মুদ্রার রিজার্ভ - ৩৩,৭৪৭. মিলিয়ন মার্কিন ডলার (ডিসেম্বর ২০২২) ।



সাম্প্রতিক কর্মকান্ড

১) ০৯-২০ জুন ২০১৯ খ্রি. : সারাদেশের ন্যায় চন্দনাইশ উপজেলাতেও 'কৃষি শুমারি ২০১৯' অনুষ্ঠিত। চন্দনাইশ উপজেলাকে ৩টি জোনে ভাগ করে ৩ জন জোনাল অফিসার, ৩২ জন সুপারভাইজার ও ২০১ জন গণনাকারীর সমন্বয়ে এ শুমারি সম্পন্ন হয়। 

২) ২৫ ফেব্রয়ারি – ০৫ ই মার্চ, ২০২০ খ্রি: সারাদেশের ন্যায় চন্দনাইশ উপজেলাতেও জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ১ম জোনাল অপারেশন এর কাজ সম্পূর্ণ হয়। জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর জন্য চন্দনাইশ উপজেলাকে ০৫টি জোনে ভাগ করা হয়। জিওকোড হালনাগাদ, ম্যাপিং, তালিকা এলাকা প্রণয়ন, স্কেচ ম্যাপ তৈরি ও খানা তালিকা প্রণয়নের জন্য তালিকাকারী ও সুপারভাইজার নিয়োগ করা হয়।