গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে ট্যাবলেট ব্যবহারপূর্বক মোবাইল ও ওয়েব এপ্লিকেশন এর মাধ্যমে জনসংখ্যা,জনস্বাস্হ্য ও জনমিতিসহ আর্থসামাজিক উন্নয়ন পরিবীক্ষণ করার লক্ষ্যে বিবিএস প্রতি মাসে মাঠ পর্যায়ে খানা ভিত্তিক তথ্য সহ জন্ম,মৃত্যু,বিবাহ,তালাক/দাম্পত্য বিচ্ছিন্ন,বহির্গমন,আগমন,জন্মনিয়ন্ত্রণ,প্রতিবন্ধিতা,গর্ভবর্তী রেজস্টিার এর তথ্য সংগ্রহ করে আসছে।
টেকসই নীতি পরিকল্পনার প্রধান চালিকাশক্তি ও আলোকবর্তিকা হলো নির্ভরযোগ্য তথ্য উপাত্ত।জাতীয় পরিসংখ্যান সংস্হা (এনএসও) হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নিরলসভাবে উন্নয়নের রক্ত প্রবাহ সচল রাখতে হালনাগাদ তথ্য উপাত্ত প্রস্তুত ও প্রকাশ করে আসছে প্রতিনিয়ত।একই ধারাবাহিকতায় জনসংখ্যা,জনস্বাস্হ্য ও জনমিতিসহ আর্থসামাজিক উন্নয়ন পরিবীক্ষণ করার লক্ষ্যে বিবিএস জন্ম,মৃত্যু,বিবাহ,তালাক/দাম্পত্য বিচ্ছিন্ন,বহির্গমন,আগমন,জন্মনিয়ন্ত্রণ,প্রতিবন্ধিতা,গর্ভবর্তী রেজস্টিার বিষয়ক জনমিতকি উপাত্তের পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক উপাত্তের তথ্য সংগ্রহ করে।
তথ্যসমূহ সরকারের নীতিনির্ধারক,পরিকল্পনাবিদ,দাতা সংস্হা,,উন্নয়নকর্মী ও গবেষকগণ অতীব গুরত্বের সাথে ব্যবহার করে থাকেন। গুরত্বের দিক বিবেচনা করে SVRS এর তথ্য সমূহ দেশ ও সমাজের নিকট দায়বদ্ধ।
এমতাবস্থায়, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে আপনার খানায় উপস্হিতরত SVRS রেজিস্টারকে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ করা হল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস