অর্থনৈতিক শুমারি ২০২৪
লিস্টিং কার্যক্রমঃ
প্রশিক্ষণপ্রাপ্ত তালিকাকারীগণ পরিচয়পত্র সঙ্গে নিয়ে ০৭ জুলাই ২০২৪ ইং হতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সকল সাধারণ খানা (ঘরে ঘরে), অন্যান্য খানা (মেস), প্রতিষ্ঠান- (বাজার, দোকানপাট, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা, সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত অফিস, ক্লাব, কোম্পানি, ব্যাংক, হল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিকসহ সকল ধরনের ছোট, বড় প্রতিষ্ঠান) এ ট্যাবলেট পিসির মাধ্যমে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে যাবেন ।
এই শুমারির লিস্টিং কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মোট ইকোনোমিক ইউনিটের সংখ্যা নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে সেসব ইকোনোমিক ইউনিটে তথ্য সংগ্রহের মাধ্যমে বিজনেস রেজিস্ট্রারসহ একাধিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
স্মার্ট বাংলাদেশের প্রেক্ষিত ও পঞ্চবার্ষিক পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ইত্যাদি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ইকোনোমিক ইউনিটের অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যমান সমস্যা নিরূপণ করে সমাধানের মহাপরিকল্পনা গ্রহণে এ শুমারির গুরুত্ব অপরিসীম ।
তাই তথ্য দিয়ে তালিকাকারীকে সহায়তা করুন আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর।
* পরিসংখ্যান আইন ২০১৩ এবং শুমারি আইন ১৯৭২ অনুসারে দেশের সকল খানা, প্রতিষ্ঠানসহ যে কোনো জায়গায় শুমারিকর্মীর প্রবেশাধিকার রয়েছে এবং খানায় বসবাসকারী ও প্রতিষ্ঠানে কর্মরত দায়িত্ববান সকল ব্যক্তি তথ্য প্রদানে বাধ্য। তথ্য প্রদানে অপারগতা আইনত দন্ডনীয় অপরাধ।
"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন
অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন"
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস